ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাইব্রেকারের আগেই জয় নিশ্চিত করতে চান স্কালোনি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২৯, ৯ ডিসেম্বর ২০২২

লিওনেল স্কালোনি

লিওনেল স্কালোনি

Ekushey Television Ltd.

নেদারল্যান্ডসের বিপক্ষে শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত লিওনেল মেসিদের জন্য যা কঠিনতম ম্যাচ হতে চলেছে। যে ম্যাচে টাইব্রেকারে যেতে চান না দলের কোচ লিওনেল স্কালোনি।

যদিও হাইভোল্টেজ এই ম্যাচের আগে স্কালোনিকে ভাবাচ্ছে চোট সমস্যা। অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজের পাশাপাশি চোট রয়েছে রড্রিগো ডি পলেরও। কীভাবে সামাল দেবেন, সেটাই এখন চিন্তা স্কালোনির।

তবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে স্কালোনি বলেন, “বুধবার রুদ্ধদ্বার অনুশীলন করেছি আমরা। জানি না রড্রিগোর সমস্যা নিয়ে বাইরে কি কি লেখা হয়েছে। ওর একটা সমস্যা রয়েছে এটা ঠিক। তবে গুরুতর কিছু নয় বলেই মনে হয়েছে। ও বুধবার ভালোভাবেই অনুশীলন করেছে। কেউ কেউ ক্লান্তির কারণে অর্ধেক অনুশীলন করেছে। অনেকে সাবধানতা অবলম্বন করতে গিয়েও অনুশীলন করে না। সংবাদমাধ্যমে যা আসে সেটা অনেক সময় সত্যি হয় না।”

নেদারল্যান্ডসের বিপক্ষে আলাদা করে দলের প্রাণভোমরা মেসির কোনো ভূমিকা থাকছে কিনা- এ প্রসঙ্গে স্কালোনি বলেছেন, “লিও এমনিতেই বাকিদের থেকে আলাদা। মাঝে মাঝেই ওর ভূমিকা বদলে যায়। কিন্তু এখনই সব বলে দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করে দিতে চাই না। আমরা যে সব ম্যাচ খেলেছি সেগুলো নিশ্চয়ই প্রতিপক্ষ দেখেছে।”

নকআউটের ম্যাচ, তাই টাইব্রেকারে গড়াতেই পারে। তার জন্য কি আলাদা করে প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা- প্রসঙ্গে স্কালোনি বলেন, “ছেলেরা প্রতিদিনই অনুশীলন করে। আশা করি ম্যাচেও ওদের কোনো সমস্যা হবে হবে না। ১২০ মিনিটের পর পেনাল্টি নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমরা ম্যাচটা নির্ধারিত সময়েই জেতার লক্ষ্য রাখছি। যদি টাইব্রেকারে গড়ায়, তখন ওটা নিয়ে ভাবব।”

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি